খালেদাকে বিজেপি সভাপতির ফোন

রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় পুলিশের ছোড়া পেপার স্প্রেতে অসুস্থ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে  ফোন করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সভাপতি অমিত শাহ। তিনি ফোনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। গত বুধবার রাত ১০টায় তিনি খালেদা জিয়াকে ফোন করেন। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহর মধ্যে কয়েক মিনিট ফোনে কথা হয়। এ সময় তারা দুজন টেলিফোনে কুশল বিনিময় করেন। বিজেপি সভাপতি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। জবাবে খালেদা জিয়া ফোন করার জন্য বিজেপি সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  প্রেস সচিব বলেন, দেশ-বিদেশের আরও অনেকে টেলিফোন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিচ্ছেন। গত সোমবার পুলিশের ছোড়া পেপার সেপ্রর কারণে অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান মারুফ কামাল।

No comments

Powered by Blogger.