সব পক্ষকে নিয়ে সংলাপের আহ্বান যুক্তরাজ্যের

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাজ্য উদ্বিগ্ন  বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট গিবসন। গতকাল রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। ৫ই জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বছর পূর্তিতে সরকার ও বিরোধী পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা এবং অনেক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বৃটিশ হাইকমিশনার। তিনি সংঘাত এড়িয়ে সমঝোতার পথে ফিরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। হাইকমিশনার বলেন, সহিংসতার ওই বৃত্ত থেকে বের হয়ে আসতে একটি পন্থা বের করতে হবে। কেবল দুই দল নয়, এজন্য সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং স্টেকহোল্ডারদের মধ্যে সংলাপের আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে প্রচার না করতে আদালত কর্তৃক যে রুল জারি করা হয়েছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কারও নাম না নিয়ে বলেন, যুক্তরাজ্য কোন নাগরিকের অবস্থান ডিসক্লোজ করে না। মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় যুক্তরাজ্য সমর্থন করে।

No comments

Powered by Blogger.