‘নিউ ইউরোপে’ শেখ হাসিনার নিবন্ধ

ইউরোপের পরিচিত সাময়িকী ‘নিউ ইউরোপে’ বর্ষশুরুর সংখ্যায় লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ বছর আগে প্রতিষ্ঠিত ‘নিউ ইউরোপ’ ইউরোপের প্রভাবশালী রাজনৈতিক সাময়িকী, যেটি মূলত ইউরোপের রাজনীতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে।  ইংরেজি এই সাময়িকীটির বর্ষশুরুর বিশেষ সংখ্যায় বাংলাদেশের সরকার প্রধানের পাশাপাশি স্থান পেয়েছে ৭৫ জনের বেশি রাষ্ট্রনেতা, রাজনীতিক, চিন্তাবিদ ও বিশ্লেষকের কলাম। ‘২০১৫ ইজ গোয়িং টুবি এ মাইলস্টোন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি’ শিরোনামে আটশ শব্দের এই লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে নিয়ে নিজের আশাবাদী ভাবনার পাশাপাশি বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ভবিষ্যৎ কী হবে, তা বলা একেবারেই যাবে না, এমনটি নয়। ভবিষ্যৎ কী হবে, তা আমরাই ঠিক করে নিতে পারি। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অগ্রগতি এবং সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমরা শিখছি আগের অভিজ্ঞতা থেকে এবং ভুল থেকে। অতীত আমাদের দৃঢ় করে তুলেছে। আমরা এখন যে স্বপ্ন দেখব, ২০১৫ সালের পর চিত্র তাই হবে। আমরা যে সব পদক্ষেপ নেব, তার আঙ্গিকেই দেখব আমাদের পরবর্তী পৃথিবীকে। কথা যদি আমরা কাজে পরিণত করতে পারি, তাহলেই আমরা একটা সমৃদ্ধ ভবিষ্যৎ পাব। বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের কাজ এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে ‘ভিশন ২০২১’ পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়াই ২০১৫ সালের পর সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরবর্তী লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন শেখ হাসিনা। বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে সরকারের পদক্ষেপগুলো জানিয়ে নারীর ক্ষমতায়নের চিত্রও তুলে ধরেন তিনি।

No comments

Powered by Blogger.