ফেনীতে বিচারপতির বাড়িতে আগুন, ঢাকায় ককটেল নিক্ষেপ

ফেনীতে বিচারপতি কাজী রেজাউল হকের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বালুয়া চৌমুহনী এলাকার কাজী বাড়িতে পৈতৃক ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (ডিভিশন) বিচারপতি কাজী রেজাউল হক বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।  বিচারপতির ভাতিজা রুমেল জানান, দুর্বৃত্তরা গতকাল ভোররাতে পেট্রল ঢেলে বিচারপতি কাজী রেজাউল হকের গ্রামের বাড়ির রান্নাঘরে আগুন দেয়। এতে রান্নাঘরের টিনের চালা ও বেড়া সামান্য পুড়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি। বিচারপতি কাজী রেজাউল হক সপরিবারে ঢাকায় অবস্থান করায় গ্রামের বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল। তিনি আরও জানান, বিচারপতি কাজী রেজাউল হক সম্প্রতি তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি ছাড়াও জামায়াতের রাজনীতি নিষিদ্ধসহ বেশ কয়েকটি বিষয়ে উচ্চ আদালতে রিটের শুনানি করেন। বিচারপতি সর্বশেষ গত বছরের মার্চ মাসে একটি বিয়ের দাওয়াতে অংশ নেয়ার জন্য বাড়িতে এসেছিলেন। ধলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জসিম জানান, বিচারপতির বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানেন না বলে তিনি জানান। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, বিচারপতির বাড়িতে আগুনের খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে বাড়ির পুরানো রান্নাঘরের বাঁশ ও বেড়া সামান্য পুড়ে গেছে। কারা কি কারণে আগুন দিয়েছে এ বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও এ ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (ডিভিশন) বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

No comments

Powered by Blogger.