রাজধানীতে ১০ গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকাল অবরোধের পঞ্চম দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১০টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক হাতবোমার বিস্ফোরণও ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সোয়া সাতটার দিকে তেজগাঁও মহিলা কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অমূল্য বর্মণ (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। পুলিশ জানায়, বাসটি গাবতলীর দিকে যাচ্ছিল। তেজগাঁও মহিলা কলেজের সামনে গেলে একদল দুর্বৃত্ত পেট্রল ঢেলে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সকালে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকাতেও একটি বাসে আগুন দেয়া হয়। এদিকে সন্ধ্যা ৬টায় শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান ফটকের সামনে গুলিস্তান থেকে মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। বাসের চালক নুরুল ইসলাম বলেন, প্রেস ক্লাব থেকে দুই যুবক বাসে উঠে একদম পেছনের সিটে গিয়ে বসে। বাস যখন মৎসভবন পার হচ্ছিল, তখনই পেছনে আগুন দেখতে পান। এ সময় ওই দুই যাত্রী চলতি বাস থেকেই নেমে পড়ে। বাসটি শাহবাগ মোড়ে থামাতে থামাতে পুরো বাসেই আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া বিকালে মধ্যবাড্ডায় একটি লেগুনাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কাকরাইলে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় একই সময়ে রাজধানীর খিলগাঁও মাটির মসজিদ সংলগ্ন রাস্তায় তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আগুন দেয়া হয় যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে গোধূলি পরিবহনের একটি বাসে ও মালিবাগ চৌধুরীপাড়ায় যাত্রীবাহী একটি বাসে। আগুন দেয়ার পর তাড়াহুড়ো করে যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতে বিএপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিনের প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৫০ মিনিটে বাড্ডা নতুনবাজার এলাকায় একটি বাসে আগুন দেয়া দুর্বৃত্তরা। অন্যদিকে, সকাল সাড়ে ৭টায় অবরোধকারীরা বাড্ডার নতুনবাজারে সুপ্রভাত নামে একটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে সবুজ বেগম নামে এক নারী যাত্রী মাথায় আঘাত পেয়েছেন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গতকাল সকাল ১০টায় জামায়াত-শিবিরের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ সূত্র জানায়, মিছিলকারীরা মহাখালী ফ্লাইওভারের পশ্চিম পাশে কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি প্রাইভেট কারে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে গতকাল রাতে সদরঘাটে এমভি ভোলা নামে একটি লঞ্চের কেবিনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ককটেল বিস্ফোরণ: অন্যান্য দিনের মতো গতকালও রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরিত হয়েছে। দুপুর ১টায় রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাইরে থেকে ককটেল নিক্ষেপ করলে দেয়ালের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর ওই এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান। এদিকে সন্ধ্যায় দ্বিতীয় দফায় বিটিভি ভবনে ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেলেও রামপুরা থানার ওসি বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া দুপুর সোয়া ২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এ সময় সাদিক (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত সাদিক নিজেকে ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছে। তবে পুলিশ বলছে, আটককৃত যুবক ছাত্রদলের কর্মী। নিজেকে পুলিশের হাত থেকে বাঁচতে সে মিথ্যা কথা বলেছিল। ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সোয়া ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশের জিপিও থেকে গুলিস্তানমুখী রাস্তায় হঠাৎ পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় সুপ্রভাত পরিবহনের এক বাসচালক বোমা বিস্ফোরণকারী যুবককে জাপটে ধরেন। পরে সাদিক নামে ওই যুবক নিজেকে ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) আনিসুর রহমান আনিস এবং সাংগঠনিক সম্পাদক এ এস এম ফারেজ সামির অনুসারী বলে পরিচয় দেন। পুলিশ প্রথমে তাকে বঙ্গবন্ধু এভিনিউয়ের ছাত্রলীগের কার্যালয়ে নিয়ে যায়। পরে সেখান থেকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয় তাকে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে ছাত্রদলের কর্মী বলে স্বীকার করে। পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, আটককৃত যুবক ছাত্রলীগের পরিচয় দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছিল। পরে জানা গেছে সে ছাত্রদলের কর্মী। তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এদিকে সন্ধ্যায় বিজয়নগর এলাকায় একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে। রাত ৮টায় মতিঝিলের পীরজঙ্গি মাজারে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া যাত্রাবাড়ী, কাওরান বাজার, দারুসসালাম ও পান্থপথেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

No comments

Powered by Blogger.