হামলার জন্যে হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠকে হিজবুল্লাহ’র প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবানন সীমান্তে ভয়াবহ হামলার জন্যে তাদের চড়া মূল্য দিতে হবে। বুধবার লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলায় দুই ইসরাইলী সৈন্য নিহত হওয়ার পর নেতানিয়াহু দিনের শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে হিজবুল্লাহর সাথে ইসরাইলি বাহিনীর সংঘর্ষে জাতিসংঘের স্প্যানিশ এক শান্তিরক্ষীও নিহত হয়েছে। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বেঠকে নেতানিয়াহু বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের চরম মূল্য দিতে হবে।’ এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, আমরা ইসরাইলের আত্মরক্ষার বৈধ অধিকারকে সমর্থন করছি। একইসঙ্গে সকল পক্ষের প্রতি ইসরাইল ও লেবানন সীমান্তের নিয়ন্ত্রণ রেখা মেনে চলারও আহ্বান জানাচ্ছি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে, ইসরাইলী বাহিনী সীমান্ত সংলগ্ন কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলী বাহিনীর ওপর ক্ষেপনাস্ত্র হামলার কথা স্বীকার করে বলেছে, তারা ইসরাইলী সৈন্য বহনকারী সামরিক কনভয়ে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এ ঘটনার পর ইসরাইল হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করেও পাল্টা হামলা চালায়।
ফিলিস্তিনের ইসলামপন্থী গ্রুপ হামাস ও ইসলামিক জিহাদ হিজবুল্লাহ’র এ হামলার প্রশংসা করেছে। হামাস মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ইসরাইলি দখলদারির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর অধিকার হিজবুল্লাহর রয়েছে। ইসলামিক জিহাদ একে বীরোচিত কাজ বলে বর্ণনা করেছে। এদিকে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের আহ্বানে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে।
উল্লেখ্য, ইসরাইল ২০০০ সাল পর্যন্ত ২২ বছর ধরে লেবাননের কিছু অংশ দখলে রেখেছিল। দু’দেশ এখনও কার্যত যুদ্ধে লিপ্ত রয়েছে।

No comments

Powered by Blogger.