পুলিশের ধরপাকড়ে ওসমানীনগরে আতঙ্ক by ওয়েছ খছরু

পুলিশের অভিযান বিস্তৃত হচ্ছে ওসমানীনগরে। যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করছে পুলিশ। চলছে বাড়ি বাড়ি তল্লাশিও। শতাধিক পুলিশ সদস্য রয়েছেন এ অভিযানে। থানার সব কয়টি বাজারে বসানো হয়েছে পুলিশি তল্লাশি। এ অবস্থায় থানাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তৃতীয় দিনের মতো গতকালও অন্যতম বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়নি। জুমার নামাজে মসজিদগুলো জনশূন্য। পুলিশের অভিযানে গ্রেপ্তার হচ্ছেন নিরীহ মানুষও। এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে পুরো থানা। স্থানীয়রা জানিয়েছেন, ওসি মৃত্যুর ঘটনায় যারা দায়ী তাদের অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছে। আর পুলিশ সাধারণ মানুষকে করছে হয়রানি। এ অবস্থা থেকে রক্ষা পেতে বর্তমান ও সাবেক সংসদ সদস্যের দ্বারস্থ হচ্ছেন ভুক্তভোগীরা। কিন্তু তাদের কথাও শুনছে না প্রশাসন। সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে শ্রমিকদের সংঘর্ষ চলাকালে ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনার পর থেকে এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। ব্রাহ্মণগ্রাম ও নিজকরনসী ছাড়া গতকাল থেকে পাশের কছবুরাই, নোয়ারাই, তেরহাতী গ্রামে পুলিশি অভিযান চালানোর কারণে এসব গ্রামও এখন প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে  বেশ কিছু লোককে আটক করলেও ৪ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে আবদুল হামিদ, আবদুল মুমিন, আবদুর রশিদ ও দিলশাদুর রহমান। তবে এদের পরিচয় দিতে অপারগতা প্রকাশ করে পুলিশ। গতকাল জুমার নামাজের সময় গোয়ালাবাজার, ব্রা?হ্মণগ্রাম, করনসীসহ কয়েকটি গ্রামের মসজিদগুলো ছিল প্রায় মুসলিশূন্য। এ ছাড়া গতকাল সকাল থেকে বিভিন্ন বাজারে টহল বসিয়ে চালকসহ ১০টি অটোরিকশা আটক করা হয়েছে। অটোরিকশাকে মহাসড়কে উঠতে না দেয়ার উদ্দেশ্যে গোয়াবাজার, দয়ামীর, তাজপুরসহ অন্যান্য স্থানে পুলিশ টহল বসানো হয়েছে। যার কারণে ওসমানীনগরের সর্বত্র এখন অটোরিকশাশূন্য হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার লক্ষাধিক সাধারণ মানুষকে। অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে এলাকার হাজার হাজার অটোরিকশা শ্রমিকের পরিবার। এদিকে আসামি গ্রেপ্তার অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। ব্রা?হ্মণগ্রাম ও করনসী গ্রামের একাধিক পবিরারের মহিলারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পুলিশ বাড়ি তল্লাশি করে পুরুষ না পেয়ে মহিলাদের ওপর লাঠিচার্জ ও খারাপ আচরণ করেছে। এ ছাড়া কছবুরাই, তেরহাতী ও নোয়ারাই এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ হয়রানি করছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, কোন নিরীহ লোক যাতে হয়রানির শিকার না হন সে দিকে লক্ষ্য রেখেই পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সংঘর্ষের ঘটনায় ৭০০ লোক ছিল না কিন্তু মামলায় ৭০০ জনকে আসামি করা হলো কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘর্ষে ৭০০ জনই ছিল। কত দিন এ রকম অভিযান চলবে জানতে চাইলে নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেননি তিনি। ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, আমার কাছেও অনেক লোক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে মর্মে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। পরিদর্শনকালে নিরীহ লোককে হয়রানি না করতে পুলিশ প্রশাসনকে এবং আতঙ্কিত না হতে সাধারণ মানুষকে অনুরোধ জানান তিনি। এমপি ইয়াহইয়াও জানিয়েছেন, তার কাছে ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেছেন। তারা বাড়িঘরে থাকতে পারছেন না। গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি মহসিন রাজা চৌধুরী মিফতা বলেন, পুলিশের ভয়ে সাধারণ মানুষ বাজারে আসতে সাহস পাচ্ছেন না। যার কারণে তিন দিন ধরে বাজার জনশূন্য অবস্থায় রয়েছে। এতে ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন। তাজপুর বাজার বণিক সমিতির সভাপতি সুহেল আহমদ বলেন, গতকাল থেকে অটোরিকশা আটকে অভিযান শুরু করায় বাজার প্রায় জনশূন্য হয়ে পড়েছে। গত বুধবার দুপুরে অটোরিকশা শ্রমিক সংগঠনের নতুন শাখা প্রদানকে কেন্দ্র করে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষ থামাতে টিয়ার শেল নিক্ষেপ করার পর ওসি মোস্তাফিজুর রহমান হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সিলেটে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে ৭০০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ একপক্ষকে আসামি করলেও অন্যপক্ষকে আসামি করেনি। এ ছাড়া গ্রেপ্তার অভিযান দেখিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা আসামি ধরপাকড়ে টাকা কামাইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

No comments

Powered by Blogger.