‘জিয়াউর রহমান ওয়ে’র পক্ষে আদালতের রায়

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের নর্থ ক্লার্ক সড়কের একটি অংশ ‘জিয়াউর রহমান ওয়ে’ রাখার পক্ষেই রায় দিয়েছেন দেশটির একটি আদালত। গত মঙ্গলবার আদালত এ আদেশ দেয়। এর আগে ওই নামফলক তুলে ফেলার জন্য একদল বাংলাদেশী নাগরিক মামলা করেন। এ খবর জানিয়েছে শিকাগো ট্রিবিউন। মামলায় তারা অভিযোগ করেছেন, জিয়াউর রহমান এ সম্মানের যোগ্য নন। এর আগে গত সেপ্টেম্বরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ওই সড়কের নামকরণ করা হয় ‘জিয়াউর রহমান ওয়ে’। রায়ের পরে বাদী পক্ষের আইনজীবী আল-হারুন হুসাইন জানিয়েছেন, রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে। ‘জিয়াউর রহমান ওয়ে’ নামকরণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিকাগো শহরের ৪৯ ওয়ার্ডের কমিটির সদস্য জো মুর। জো মুর জানান, ‘বাংলাদেশের রাজনীতি বেশ রুক্ষ ও উত্থান-পতনের। রাজনৈতিক সব পক্ষই বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত। মোটের ওপর বিচার-বিবেচনা করে তার কাছে জিয়াউর রহমানকে ভালো মানুষের একজনই মনে হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের সব শহরে চিঠি দেয়া হয়েছে। এই চিঠিতে শহরের মেয়রদের জিয়াউর রহমান সম্পর্কে তথ্য দেয়া হয়েছে। যাতে শিকাগোতে জিয়াউর রহমান যে স্বীকৃতি পেয়েছেন, তা যেন অন্য কোথাও না পান তা বন্ধ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

No comments

Powered by Blogger.