সনিতে ‘সাইবার হামলার সমুচিত জবাব দেয়া হবে’

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সনি পিকচার্সের ওপর উত্তর কোরিয়ার সাইবার হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র। সাইবার হামলার কারণে সনি পিকচার্স কিম জং উনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’য়ের প্রদর্শনী বাতিল করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সাইবার হামলাকারীদের অভিযোগ, ওই চলচ্চিত্রে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বিদ্রƒপ করা হয়েছে। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে কোন একনায়ককে সেন্সরশিপ আরোপ করতে দেবে না। তিনি বলেন, তা করা হলে সমুচিত জবাব দেয়া হবে। ওবামা বলেন, সনি চলচ্চিত্রটি প্রত্যাহার করে ভুল করেছে। সাইবার হামলার প্রতিবাদ করা উচিত ছিল তাদের। এদিকে সনি পিকচার্সের পক্ষ থেকে বলা হয়েছে, তারা চলচ্চিত্রটির প্রদর্শনী বাতিল করবে না। বড়দিনে চলচ্চিত্রটি প্রদর্শনের কথা থাকলেও, বিকল্প ব্যবস্থায় অন্য আরেকটি তারিখ নির্ধারণ করে এটি প্রদর্শন করা হবে। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছিল, উত্তর কোরিয়া এ সাইবার হামলার জন্য দায়ী। অন্যদিকে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

No comments

Powered by Blogger.