কোনো দলকে ক্ষমতায় বসাতে কাজ করে না যুক্তরাষ্ট্র : মজিনা

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে কাজ করে না। যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় আনতে চেয়েছে- প্রচলিত এ ধারণার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ কথা বলেন। বাংলাদেশে তিন বছর দাায়িত্ব পালনশেষে বিদায়ের প্রাক্বালে আজ শনিবার গুলশানের আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে চেয়েছে- প্রধানমন্ত্রীর এমন অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিদায়ী সাক্ষাত হবে কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, এ সম্পর্কে তার কোন ধারণা নেই। মার্কিন এ রাষ্ট্রদূত রোববার গভীর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। ইতিমধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাত হলেও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত হয়নি। মজিনা বলেন, বাংলাদেশের সামনে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও আইনের শাসনের অভাব। তিনি বলেন, তিন বছর দাায়িত্ব পালনকালে তার সবচেয়ে বড় অর্জন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ। এর মধ্যে রয়েছে নিরাপত্তা, সামরিক ও অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠান ও টিকফা চুক্তি সই।

No comments

Powered by Blogger.