কোটচাঁদপুরের ব্র্যাক ব্যাংক কর্মকর্তা অপহরণ- দুই লাখ টাকা মুক্তিপণ দাবি

যশোরের কর্মস্থল থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে কোটচাঁদপুরের এক ব্র্যাক ব্যাংক কর্মকর্তা অপহৃত হয়েছেন। অপহরণকারীরা মোবাইল ফোনে ২ লাখ টাকা চাঁদা দাবি করার পর থেকেই মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবারের লোকজন দিশাহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে অপহৃতের পিতা থানায় ডায়েরি করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার ঠাকুর দাস রায়-এর ছেলে শঙ্কর রায় ওরফে সুজল ১০ মাস আগে অফিসার পদে ব্র্যাক ব্যাংকে চাকরি পান। সে বর্তমানে যশোর  আরাবপুর ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ অফিসে কর্মরত। চাকরির শুরুতেই বাড়ি থেকে প্রতিদিন অফিসে যাওয়া আসা করতেন। বৃহস্পতিবার রাতে অফিস থেকে কোটচাঁদপুর ফেরার পথে সুজল অপহরণ হয়। অপহৃত শঙ্কর রায় ওরফে সুজলের বাবা ঠাকুর দাস রায় জানান, যশোর থেকে আসার পথে যশোর-কালীগঞ্জ সড়কের কোন এক স্থান থেকে রাত ৮টা থেকে ৯টার মধ্যে সুজলকে দুর্বৃত্তরা অপহরণ করতে পারে বলে তার ধারণা। তিনি বলেন, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা সুজলকে দিয়ে তার বাবার কাছে ২ লাখ টাকা নিয়ে বলুহর বাসস্ট্যান্ডে উপস্থিত থাকতে বলে। তার কয়েক মিনিট পর আবারও সুজলের মোবাইল ফোন থেকে অপরিচিত কণ্ঠে টাকা নিয়ে একই স্থানে দাঁড়ানোর কথা বলা হয়। তারপর থেকে মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। বাবা ঠাকুর দাস রায় ছেলের বিপদ আঁচ করতে পেরে কিছু টাকা সংগ্রহ করে বলুহর বাসস্ট্যান্ডে এসে দাঁড়ালেও, কেউ আর রাতে টাকা নিতে আসেনি বা ছেলেকেও ফেরত দেয়নি। সকালে ঠাকুর দাস রায় বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় একটি জিডি করেছেন। গতকাল  দুপুর ১টার দিকে অপহরণকারীরা সুজলের মোবাইল থেকে এবার ২ লাখ টাকা ‘বিকাশ’ করে পাঠাতে বলে, অন্যথায় সুজলকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার  অফিসার ইনচার্জ শাহিনূর রহমান শাহিন বলেন- অপহরণের বিষয়ে জিডি হয়েছে, পুলিশ এবং র‌্যাব পৃথক ভাবে সুজলকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

No comments

Powered by Blogger.