টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মিসিসিপি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যে প্রলয়ঙ্করী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসাত্মক এ ঘূর্ণিঝড়ে বহু মানুষ আহত হয়েছেন এবং বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে জোন্স ও ম্যারিয়ন কাউন্টিতে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আঘাত হানে টর্নেডোটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টর্নেডোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যারিয়ন কাউন্টির কলাম্বিয়া শহরতলির একটি বাণিজ্যিক অঞ্চল। মিসিসিপি অঙ্গরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র গ্রেগ ফ্লিন এ তথ্য দিয়েছেন। ম্যারিয়ন কাউন্টির পুলিশ প্রধান বার্কলি হল বলেন, রাস্তায় বাড়ির ছাদ পড়ে আছে, মানুষ তাদের বাড়িতে আটকা পড়েছেন, উল্টে পড়ে রয়েছে গাড়ি। বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে পড়ে আছে, রাস্তায় ধ্বংসস্তূপ আর জঞ্জালের ছড়াছড়ি। বিদ্যুৎবিহীন রয়েছে বিস্তীর্ণ এলাকা। পুরো অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আকস্মিক বন্যা সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি অঞ্চলে।

No comments

Powered by Blogger.