সুন্দরবন নিয়ে দুই সংসদীয় কমিটির পাল্টাপাল্টি

সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাংকার দূর্ঘটনার জন্য নৌ মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দায়ী করেছিল পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এবার উল্টো পরিবেশ মন্ত্রণালয়ের কারণে সুন্দরবন ধ্বংস হচ্ছে বলে দাবি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ঘষিয়াখালী-মংলা চ্যানেলের খনন কাজ দ্রুত করার তাগিদ দেয়া হয়েছে। একইসঙ্গে ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আগামী জুনের মধ্যে শেলা নদীর পরিবর্তে এই নৌ রুটটি চালু করার সম্ভব হবে বলে কমিটি আশা করছে। বুধবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মেজর (অব.) রফিকুল ইসলাম। বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী মো. শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. হাবিবর রহমান, রণজিৎ কুমার রায় ও মো. আনোয়ারুল আজীম (আনার) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য তালুকদার আব্দুল খালেক বলেন, ট্যাংকার ডুবি ও তেল ছড়িয়ে পড়ার পর নৌ-পরিবহণ মন্ত্রণালয় যথাযথ কার্যক্রম নেয়নি। কিন্তু আমি তো মনে করি, সুন্দরবন ধ্বংসের জন্য বন মন্ত্রণালয়ই বেশি দায়ী। তারা সুন্দরবনের সুন্দরী গাছ কেটে শেষ করে ফেলেছে। তিনি আরো বলেন, সুন্দরবনের মধ্য দিয়ে ছোট বড় ৫ হাজারের বেশি নদ-নদী রয়েছে। এসব নদ-নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরা হয়। পরিবেশ মন্ত্রণালয় তখন কি করে? আর তেল ট্যাংকার ডুবির পর আমরা না হয় যথাযথ কার্যক্রম নেয়নি, কিন্তু তারা কি করেছেন?

No comments

Powered by Blogger.