ফেসবুকে কলেজ ছাত্রীর ছবি: যুবকের কারাদণ্ড

ফেসবুকে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইছাইক্যার পুল এলাকা থেকে আটকের পর আদালত তাকে এ দন্ডাদেশ দেন। ইমরান হোসেনের বিরুদ্ধে নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, ইমরানের কাছে উত্ত্যক্তের শিকার ছাত্রী মোবাইল সেট মেরামতের জন্য দিয়েছিল। ইমরান মোবাইল থেকে ওই ছাত্রীর ছবি নিয়ে সেগুলো ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আপলোড করে অশালীন কথাবার্তা লিখেন। বিষয়টি ওই ছাত্রীর ভাইয়ের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বাকলিয়া থানায় এসে এ বিষয়ে অভিযোগ করেন। পুলিশ ইমরানের বাসায় গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত এক বছরের কারাদ- দেন। জানা যায়, পেশায় মোবাইল মেকানিক ইমরান হোসেনের কাছে নিকট উচ্চ মাধ্যমিকের এই ছাত্রী মোবাইল মেরামতে জন্য যায়। ইমরান ছাত্রীর মোবাইলে থাকা ছবি নিয়ে সেটি ফেইসবুকে আপলোড করে দেয়। ফেইসবুকে ঔ ছাত্রীকে নিয়ে আজেবাজে কথা লিখে। বিষয়টি ছাত্রীর পরিবারের দৃষ্টিগোচর হলে তারা বাকলিয়া থানায় সাধারণ ডায়রি করেন। সকালে ইমরানকে বাকলিয়া থানার ইছাইক্যার পুল এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতে ইমরানের ইভটিজিংয়ের বিষয়টি স্বীকার করায় ম্যাজিস্ট্রেট তাকে কারাদ- দেন। মোবাইল মেকানিক ইমরান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এরশাদ মিয়ার ছেলে।

No comments

Powered by Blogger.