জর্জ বুশ সিনিয়র হাসপাতালে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিনিয়রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯০ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ২ বছর আগে ওই একই হাসপাতালে ২ মাসেরও বেশি সময় বুশের চিকিৎসা করা হয়। ব্রংকাইটিসজনিত কাশি ও সম্পৃক্ত কয়েকটি ইস্যুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী বুশ। সিনিয়র জর্জ বুশ তার পা ব্যবহার করতে পারেন না। কিন্তু, ৯০তম জন্মদিনটি উদযাপন করেন স্কাইডাইভিং করে। অবশ্যই, তার সঙ্গে ছিলেন একজন প্রশিক্ষিত ডাইভার। তার পুত্র জর্জ বুশ জুর্নিয়র ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

No comments

Powered by Blogger.