আসামে জঙ্গি হামলায় ২০ শিশুসহ নিহত ৫৫

ভারতের আসাম প্রদেশে সন্দেহভাজন বোড়ো জঙ্গিদের পৃথক হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও ২০ শিশু রয়েছে। গতকাল সন্ধ্যায় আসামের সোনিতপুর ও কোকরাঝাড় জেলায় এ ঘটনা ঘটে। ১ ঘণ্টার মধ্যে ৫টি স্থানে হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই আদিবাসী গোষ্ঠীর সদস্য। তারা চা বাগানের শ্রমিক। আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও এনডিটিভি। এদিকে এ হামলার পর আসাম প্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের (এনডিএফবি) একটি বিদ্রোহী গোষ্ঠী এ ঘটনার জন্য দায়ী। তবে সংগঠনটি হামলার দায় স্বীকার করেনি। আসাম পুলিশ প্রধান খগেন শর্মা এর আগে জানিয়েছিলেন, সোনিতপুর জেলার সিমাংপাড়া গ্রামে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত সোমবার এক নিরাপত্তা অভিযানে এনডিএফবি’র দুই শীর্ষ নেতা নিহত হয়। ওই অভিযানের প্রতিশোধ নিতেই সংগঠনটি হামলা চালিয়ে থাকতে পারে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.