ফরিদুর রেজা সাগরের ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা একাডেমির পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও লেখক ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইয়ের মোড়ক উন্মোচিত হলো দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে। বাংলাদেশ টেলিভশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। গতকাল রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, টেলিভিশন ছাড়া আমরা অপূর্ণ। সব জায়গায় টেলিভিশন আছে। আজ বেসরকারি টেলিভিশনের যে প্রসার তার ভিত্তিটা
কিন্তু বাংলাদেশ টেলিভিশন। তিনি বলেন, ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইটি ইতিহাসের অংশ হিসেবে থাকবে। তথ্যমন্ত্রী বলেন, ফরিদপুর রেজা সাগর টেলিভিশনের প্রাণপুরুষ। তিনি এই বই লেখার ক্ষেত্রে যে সাহস দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ফরিদুর রেজা সাগর টেলিভিশনকে দেখেছেন ইচ্ছামতো রঙতুলিতে আঁকা ক্যানভাসে। দেখেছেন প্রাণের ছোঁয়ায়, দেশপ্রেমের আধার হিসেবে, গীতিময় ছন্দের কবিতা হিসেবে, সৃজনশীলতার বিকাশ হিসেবে। ছন্দে, আনন্দে, প্রেম-ভালবাসা আর সোনালি আশ্বাসে। বাংলা টেলিভিশনের ৫০ বছর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্য
প্রকাশের কর্ণধার মাযহারুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, আলী ইমাম, মামুনুর রশীদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কবি আসাদ মান্নান, শিল্পী মুস্তাফা মনোয়ার, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বইয়ের লেখক ফরিদুর রেজা সাগর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সবার উপদেশ ও সহযোগিতায় ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইটি আরও পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। অনুষ্ঠানে রবীন্দ্র কন্যা রেজওয়ানা চৌধুরী বন্যা, বইয়ের উৎসর্গপত্রে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অংশ ‘ধরে যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে’ গেয়ে শোনান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান, মুস্তফা জামান আব্বাসী, টেলিভিশন ব্যক্তিত্ব মাহবুব জামিল, সৈয়দ সালাহউদ্দিন জাকি, ম. হামিদ, কেরামত মাওলা, কাওসার আহমেদ চৌধুরী, তারিক আনাম খান, নিমা রহমান, আল মনসুর, খায়রুল আলম সবুজ, মনোজ সেনগুপ্ত, মাহমুদ সাজ্জাদ, ফাল্গুনী হামিদ, শিরিন বকুল, লুৎফর রহমান রিটন, নরেশ ভূঁইয়া, আবদুন নূর তুষার, চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন, হাবিবুর রহমান খান, সংগীত ব্যক্তিত্ব নাশিদ কামাল, শাহিন আজাদ, ফকির আলমগীর এবং চ্যানেল আই-এর অন্যতম পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে চ্যানেল আই পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ একটি জীবন্ত দলিল।

No comments

Powered by Blogger.