‘দেশে বিদ্যুৎ ঘাটতি নেই’ -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে কোন বিদ্যুৎ ঘাটতি নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার সারাদেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে আজ বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গতকালের ঘটনায় কোনো প্লান্টের ক্ষতি হয়নি। সাধারণত জাতীয় গ্রীডে বিপর্যয় হলে বিদ্যুৎ প্লান্টের ক্ষতি হয়। তিনি আরও জানান, দেশে কোন বিদ্যুৎ ঘাটতি নেই। বর্তমানে সারাদেশে ৪হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে শনিবার জাতীয় গ্রীডে বিপর্যয়ের কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। তদন্ত কমিটি করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিবে। তাদের প্রতিবেদন হাতে এলে সঠিক তথ্য দেওয়া যাবে। তার আগে কিছু বললে একধরনের কনফিউশন তৈরি হতে পারে।

No comments

Powered by Blogger.