বুরকিনা ফাসোয় ক্ষমতার লড়াই

বুরকিনা ফাসোর শাসনভার নিয়ে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ব্লেইজ কমপাওরের পদত্যাগের পর সেনাবাহিনী দেশটির শাসনভার গ্রহণ করে। তবে কার হাতে মতা থাকবে তা নিয়ে দ্বিমত দেখা দিয়েছে সেনাবাহিনীর মধ্যে। প্রেসিডেন্সিয়াল গার্ডের সেকেন্ড ইন কমান্ড কর্নেল ইসাক জিদা জানান, মতা তার হাতেই আসতে যাচ্ছে। এর আগে সেনাপ্রধান জেনারেল অনোরে ট্রাওরে রাষ্ট্রমতা দখলের ঘোষণা দিয়েছিলেন। ২৭ বছর মতায় থাকার পর বিােভের মুখে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন কমপাওরের। এ দিকে কমপাওরের পদত্যাগের ঘোষণার পর রাজধানী ওয়াগাডুগুর রাস্তায় জনতা নেচে গেয়ে উল্লাস করে। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ১৯৮৭ সালে মতায় এসেছিলেন ব্লেইজ কমপাওরে। এর পর চারবার নির্বাচনী দৌড়ে জেতেন তিনি। তবে এ সব নির্বাচনকে অগ্রহণযোগ্য ও জালিয়াতির নির্বাচন বলে মনে করেন বিরোধীরা।

>>বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইজ কমপাওরে পদত্যাগের ঘোষণা দেয়ার পর দেশটির রাজধানী ওয়াগাদুগুর প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছেন লেফটেন্যান্ট কর্নেল ইজাক জিদা। গতকাল তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন : এএফপি
কর্নেল জিদা প্রেসিডেন্ট
এএফপি জানায়, পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দাবি করেছেন দেশটির একজন সেনা কমান্ডার। এর আগে সাবেক প্রেসিডেন্ট পদত্যাগ করার পর সেনাপ্রধান জেনারেল হোনোরে ট্রাওরে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ডেপুটি কমান্ডার কর্নেল ইয়াকুবা ইসাক যিদা গতকাল শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন, জনগণের মধ্যে সেনাপ্রধানের জনপ্রিয়তা না থাকায় তাকে সরিয়ে তিনি নিজে এ দায়িত্ব নিয়েছেন।
বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগোয় ব্যাপক বিােভের পরিপ্রেিত গত ২৭ বছর ধরে মতায় থাকা প্রেসিডেন্ট ব্লেইস কোম্পোরে পদত্যাগ করেন। এর কিছুণ পরই সেনাপ্রধান ট্রাওর প্রেসিডেন্ট হিসেবে মতা হাতে তুলে নিয়েছিলেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ব্লেইস কোম্পোরে শুক্রবার এক বিবৃতিতে বলেছিলেন, আগামী ৯০ দিনের মধ্যে দেশে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে মতা পরিবর্তনের স্বার্থে আমি প্রেসিডেন্টর পদ শূন্য ঘোষণা করছি। অবশ্য এর আগে বিরোধী দল তাকে পদত্যাগের আহ্বান জানালে তিনি প্রত্যাখ্যান করলেও পরে সরকারবিরোধী তীব্র আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
এ দিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বুরকিনা ফাসোর পদত্যাগকারী প্রেসিডেন্টকে আইভোরি কোস্টে দেখা গেছে। দেশটির রাজধানী ইয়ামুসুকরোর একটি বিলাসবহুল হোটেলে সাবেক প্রেসিডেন্ট ব্লেইস কোম্পোরে অবস্থান করছেন বলে প্রত্যদর্শীরা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.