পোস্টার-লিফলেটে ছেয়ে গেছে নীলফামারী by দীপক আহমেদ

২৩শে অক্টোবর খালেদা জিয়ার নীলফামারী আগমন নিয়ে গোটা জেলায় সাজসাজ রব। ওই দিন বিকালে খালেদা জিয়া নীলফামারী হাইস্কুল মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। ১৪ বছর পর খালেদা জিয়ার নীলফামারী সফর নিয়ে দারুণ উৎসাহ-উদ্দীপনা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। জমে উঠেছে শেষ পর্যায়ের প্রচারণা। দলীয় নেতাকর্মীদের চোখে ঘুম নেই। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার। দফায় দফায় বসছে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির বৈঠক। নেতাকর্মী ও সমর্থকদের পদভারে গিজ গিজ করছে জেলা বিএনপি কার্যালয়। জনসভায় পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম করতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে জেলা বিএনপি। নানা রঙের পোস্টার-লিফলেট আর ব্যানারে ছেয়ে গেছে গোটা জেলার শহর, বন্দর, হাট-বাজার এবং গাঁও গ্রাম। শুরু হয়েছে দেশের ৪র্থ বৃহত্তম নীলফামারী হাইস্কুল মাঠ সাজসজ্জার কাজ। মাঠের উত্তর পূর্ব কোণে বিশাল স্টেজ নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। জনসভার কাজে ব্যবহার হবে ২২৫টি মাইক। সড়কের ধারে নির্মাণ করা হচ্ছে শতাধিক তোরণ। আর সব প্রস্তুতিই চলছে জোরেশোরে। দিন ঘনিয়ে আসায় চরম স্নায়ু চাপে দলীয় নেতাকর্মীরা। জেলা বিএনপি সদস্য সচিব শামসুজ্জামান জামান জানান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু নীলফামারীতে অবস্থান করে সবকিছুই তদারক করছেন। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে মিছিল-মিটিং-সমাবেশে মুখর হয়ে উঠেছে উত্তরের জেলা নীলফামারী। মিছিল-মিটিং-সমাবেশ ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জেও। শামসুজ্জামান জানান, সমাবেশে পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম করতে সব রকম প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জনসভায় আগত মানুষদের দেখভাল করতে কয়েক শ’ স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। গাড়ি পার্কিং থেকে শুরু করে মেহমানদের আসা-যাওয়ার প্রতিটি বিষয় অত্যন্ত  চতুরতার সঙ্গে সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত। নীলফামারী ছাড়াও পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট, দিনাজপুর ও পঞ্চগড় জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলার হাজার হাজার নেতাকর্মী-সমর্থক জনসভায় যোগদানের জন্য মুখিয়ে আছেন। তিনি বলেন, ওই দিন মানুষের ঢল নামবে নীলফামারী হাইস্কুল মাঠের জনসভায়। জনসভা জনসমুদ্রে পরিণত হবে। স্মরণকালের এ জনসমাবেশ থেকে খালেদা জিয়ার দিকনির্দেশনার অপেক্ষায় চাউর হয়ে আছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নীলফামারীর এই জনসভা থেকেই বর্তমান অবৈধ নব্য বাকশালী আওয়ামী লীগ সরকারের পতনের ডাক দেবেন, এমনটাই আশা করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে গোটা জেলায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বিএনপিতে যোগ দিচ্ছেন নীলফামারী-৩ আসনের সাবেক এমপি কাজী ফারুক কাদের। এছাড়া জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক কয়েকজন প্রভাবশালী নেতা, পৌর কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান-সদস্য খালেদা জিয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে যোগদান করবেন এটা অনেকটাই নিশ্চিত।

No comments

Powered by Blogger.