ভুল বুঝবেন না by আইডিয়া: রবিউল ইসলাম

সত্যজিৎ রায় পড়ছেন।
এর মানে এই নয় যে, সত্যজিৎ আদালতের ‘রায়’ পড়ছেন! তিনি এখানে নাটক-সিনেমার স্ক্রিপ্ট কিংবা নিজের টেক্সটবুকও পড়তে পারেন!
দুঃসময়ে জাহিদ হাসান।
এখানে যদি ভেবে থাকেন দুঃসময়ে জাহিদ মানুষকে ‘হাসান’, তাহলে আপনি অবশ্যই ভুল ভাবছেন!

অনুশকা শর্মা খাচ্ছেন।
ভাববেন না যে, অনুশকা এখানে ‘শর্মা’ খাচ্ছেন! তিনি কিন্তু ভাত, পোলাও কিংবা বিরিয়ানিও খেতে পারেন!

No comments

Powered by Blogger.