অস্ট্রেলিয়ায় মানব পাচারকারী ধরতে পুরস্কার ঘোষণা

মানব পাচারকারীদের ধরতে কঠোর পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। পাচারকারীদের বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারলে দুই লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে তারা।
গতকাল রবিবার এ ঘোষণা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জেসন ক্লেয়ার বলেছেন, কেন্দ্রীয় পুলিশ বিভাগও এ জন্য আলাদাভাবে পুরস্কার দেবে।
প্রধানমন্ত্রী কেভিন রাড গত শুক্রবার ঘোষণা দেন, বেআইনিভাবে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় ঢোকা শরণার্থীদের আর পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। তাদের পাঠিয়ে দেওয়া হবে পাপুয়া নিউ গিনিতে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার মানব পাচারকারীদের সম্পর্কে বলেন, 'এরা মানুষকে দুর্দশা ও মৃত্যুর মুখে ফেলছে। এ ব্যবসা বন্ধ করা প্রয়োজন। এ কারণেই আমরা তাদের ধরতে পুরস্কার ঘোষণা করেছি।' তিনি আরো বলেন, 'তাদের গ্রেপ্তারে কেউ যদি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে তাকে দুই লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।'
ক্লেয়ার জানান, চলতি বছরেই ১৫ হাজার ৬০০ জনেরও বেশি আশ্রয়প্রার্থী অস্ট্রেলিয়ায় এসেছে। সমুদ্র পাড়ি দিতে গিয়ে গত কয়েক বছরে নৌকাডুবিতে মারা গেছে বহু লোক। বছর শেষে দেশটিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী বব কার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার আইনে চোরাচালানের অপরাধে ২০ বছর পর্যন্ত কারদণ্ডের বিধান রয়েছে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.