বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০

ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন মারা গেছে। আহত হয়েছে ১৯০ জন। গত শনিবার ইফতারের পরপরই ১২টি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কেউ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ গতকাল রবিবার জানায়, বাগদাদের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে উত্তরাঞ্চলীয় তবসিতে। সেখানে রাস্তার ওপর একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটলে ১০ জন নিহত হয়। কারাদার পার্শ্ববর্তী এলাকায় আরেক গাড়িবোমা বিস্ফোরণে মারা যায় অন্তত চারজন। এ ছাড়া অন্যান্য জায়গায় বিস্ফোরণে ১৬ জন মারা যায়। কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটিতে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন হামলার ঘটনায় অন্তত দুই হাজার ৭০০ জন মারা গেছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ৫২০ জন। গত কয়েক মাসে দেশটিতে শিয়া ও সুন্নি মতাবলম্বীদের মসজিদে হামলার সংখ্যা বেড়েছে।
অভিযোগ রয়েছে, এসব হামলার পরও দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতারা কার্যকর কোনো পদক্ষেপ হাতে নেননি। গত মে মাসে প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তা সত্ত্বেও সহিংসতা কমেনি। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.