ফিলিস্তিন-ইসরায়েল সংলাপ শুরু হতে পারে ৩০ জুলাই

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা আগামী ৩০ জুলাই ওয়াশিংটনে শুরু হতে পারে। ইসরায়েলের আঞ্চলিক উন্নয়নমন্ত্রী সিলভান শালোম গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
শালোম গতকাল পশ্চিম তীরের জেরিকো শহরে একটি শিল্পপার্ক উদ্বোধন করেন। এ সময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সব কিছু শত ভাগ নিশ্চিত নয়। কিন্তু আমরা আশা করছি, আগামী মঙ্গলবার থেকে উভয় দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে। শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে ওয়াশিংটনে এ আলোচনা শুরুর ভালো সম্ভাবনা আছে।'
গত সোমবার হোয়াইট হাউস জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত ও ইসরায়েলের প্রধান আলোচক জিপি লিভনির মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হতে পারে।
এ ছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও একই রকম ঘোষণা দেন। তিনি জানান, আগামী সপ্তাহে প্রাথমিক শান্তি আলোচনায় বসবে ফিলিস্তিন ও ইসরায়েল।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতিস্থাপন অব্যাহত রাখার জেরে ২০১০ সাল থেকে দুই দেশের মধ্যে সরাসরি শান্তি আলোচনা বন্ধ আছে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.