বো শিলাই অভিযুক্ত-ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

চীনের কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংচিং শহরের সাবেক প্রধান বো শিলাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের চিনান শহরের বিশেষ আদালতের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র চিনানের আদালতে পাঠানো হয়। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বো শিলাই তাঁর ক্ষমতার সুযোগ নিয়ে বিরাট অঙ্কের অর্থ ও সম্পত্তি গ্রহণ করেছেন এবং সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এতে রাষ্ট্র ও জনগণের স্বার্থের গুরুতর ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়। শিগগিরই বিচারকাজ শুরু করার কথা বলা হয়েছে ওই অভিযোগপত্রে। ধারণা করা হচ্ছে, আগামী মাসের মাঝামাঝি বিচার শুরু হতে পারে। গত বছর আগস্টে বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হেইউড হত্যা মামলাকে প্রভাবিত করার অভিযোগ আনা হয় পার্টির এক সময়ের শীর্ষ নেতা বোয়ের বিরুদ্ধে।

No comments

Powered by Blogger.