মেরকেলের সঙ্গে অশালীন কৌতুকের অভিযোগ বেরলুসকোনির বিরুদ্ধে

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে অশালীন কৌতুক করার অভিযোগে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। গত জুলাইয়ের প্রথম দিকে মেরকেলের সঙ্গে ফোনে বেরলুসকোনি এই কৌতুক করেন। এই ফোন কলটি রেকর্ড করা হয়।
ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়, ফোন কলে ৭৪ বছর বয়সী বেরলুসকোনি ৫৭ বছর বয়সী চ্যান্সেলর মেরকেলকে ‘অস্বাভাবিক মোটা’ বলে মন্তব্য করেন।
বেরলুসকোনির এই মন্তব্যে জার্মানিতে সমালোচনার ঝড় ওঠে। জার্মানির সর্বোচ্চ বিক্রীত পত্রিকা বিল্ড বেরলুসকোনির মন্তব্য নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম করে ‘বেরলুসকোনি কি আমাদের চ্যান্সেলর মেরকেলকে অপমান করেছেন?’
বেরলুসকোনির মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। বেরলুসকোনির পরিবারের মালিকানাধীন পত্রিকা ইল গিওর্নেল বিষয়টিকে ‘রটনা’ বলে উড়িয়ে দেয়।

No comments

Powered by Blogger.