বিনা মূল্যে ল্যাপটপ পাচ্ছে তামিলনাড়ুর শিক্ষার্থীরা

বিনা মূল্যে ল্যাপটপ পাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ৬৮ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ ল্যাপটপ দিচ্ছে মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারামের সরকার। এ বছরের শুরুতে নির্বাচনে জেতার পর এ জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়।
বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ার এ প্রকল্প ভারতে তামিলনাড়ু প্রথম শুরু করল।
প্রকল্পের আওতায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে আধুনিক তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলার আশা করছে রাজ্য সরকার, যা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
প্রকল্পের সমর্থকেরা বলছেন, যে সব শিক্ষার্থীর পরিবার তাদের সন্তানের হাতে ল্যাপটপ তুলে দিতে পারছে না, এর মধ্য দিয়ে তারা উপকৃত হবে।
তবে এ প্রকল্পের সমালোচনাও রয়েছে। অনেকেই বলছেন, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের জন্য প্রতিবছর প্রচুর অর্থ খরচ হয়ে যাবে।
এ ছাড়া বিদ্যুৎ সমস্যার দিকেও ইঙ্গিত করেছেন অনেকে। তাঁরা বলছেন, লোডশেডিংয়ের কারণে ল্যাপটপ ব্যবহারও করতে পারবে না অনেক শিক্ষার্থী।
এ প্রকল্পে অর্থ ব্যয়ের পরিবর্তে বিদ্যুৎ সমস্যা সমাধানে রাজ্য সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

No comments

Powered by Blogger.