দীর্ঘ নখের রেকর্ড

সবচেয়ে দীর্ঘ নখের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারীর।
ক্রিস ওয়াল্টন (৪৫) নামের ওই নারী ১৮ বছর ধরে তাঁর হাতের নখ কাটেননি। এই সময়ে তাঁর নখ মোট ১৯ ফুট নয় ইঞ্চি লম্বা হয়েছে। এর মধ্যে বাঁ হাতের নখের পরিমাপ ১০ ফুট দুই ইঞ্চি এবং ডান হাতের নয় ফুট সাত ইঞ্চি।
লম্বা নখ থাকার পরও ওয়াল্টন তাঁর বাড়ির কাজ নিজেই সম্পন্ন করেন। এমনকি নিজের সাজসজ্জাও নিজে করেন। ওয়াল্টন বলেছেন, ‘ঝাড়পোছের কাজ করতে আমি তেমন একটা পছন্দ করি না। কিন্তু তার পরও আমি তা করি। আর এ ক্ষেত্রেও আমি কারও দ্বারস্থ হই না।’
বড় নখের কারণে ওয়াল্টনের একমাত্র সমস্যা হলো পকেট থেকে কোনো কিছু বের করা। তবে আঙুলের গাঁটের সাহায্যে মুঠোফোন ব্যবহার করতে পারেন তিনি।
গিনেস বুকে নাম ওঠাতে পেরে দারুণ খুশি ওয়াল্টন। তিনি এখন পরিকল্পনা করছেন, বহু দিনের শখের নখগুলো কেটে ফেলবেন। তবে এ কাজটি করতে হবে খুবই সাবধানে এবং ধীরে ধীরে। কেননা, তিনি এত দিনে বড় নখ নিয়ে হাঁটাচলা ও কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন।
সবচেয়ে লম্বা নখের এর আগের রেকর্ডটি ছিল সল্ট লেক সিটির লি রেডমন্ডের। তাঁর নখ লম্বায় ছিল ২৮ ফুট। ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর নখগুলো ভেঙে যায়

No comments

Powered by Blogger.