উত্ত্যক্ত করার অভিযোগে

নেদারল্যান্ডসের একজন নারীর বিরুদ্ধে ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে মামলা হয়েছে। মামলা করেছেন ৬২ বছরের এক ব্যক্তি।
মামলায় তিনি অভিযোগ করেন, ৪২ বছর বয়সী ওই নারী তাঁকে বিরামহীনভাবে ফোন করে বিরক্ত করেছেন। তাঁকে গত বছর ৬৫ হাজারবার ফোন করেছেন। দৈনিক হিসাবে তা ১৭৮ বার। ফোন করা ছাড়াও ওই নারী অসংখ্যবার খুদেবার্তা ও ই-মেইল পাঠিয়েছেন।
মামলার আইনজীবীরা গতকাল জানান, অভিযুক্ত নারী দাবি করেছেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে। তবে ওই পুরুষকে অতিমাত্রায় বিরক্ত করার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তবে অভিযোগকারী ব্যক্তি ওই নারীর সঙ্গে কোনো ধরনের প্রেমের সম্পর্কের কথা নাকচ করেছেন।
প্রাথমিক শুনানির পর মামলার বিচারক শর্তসাপেক্ষে ওই নারীর জামিন মঞ্জুর করেন। শর্তে বলা হয়, তিনি ওই পুরুষকে আর বিরক্ত করবেন না।
কিন্তু মুক্তির কয়েক ঘণ্টা পরেই অভিযুক্ত নারী ওই পুরুষকে আবারও ফোন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর তাঁকে আবার আটক করা হয়। শুনানির নতুন তারিখ নির্ধারণ করে ওই নারীকে আদালতে উপস্থাপন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

No comments

Powered by Blogger.