হেল থর্নিং স্মিদ ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ডেনমার্ক। সোস্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হেল থর্নিং স্মিদ দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। হেলের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোট গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে খুব সূক্ষ্ম ব্যবধানে জয়লাভ করেছে। বৃহস্পতিবার রাতে ৯৯.৬ শতাংশ ভোট গণনা শেষে হেলের জোটের জয়ের ব্যাপারটি নিশ্চিত হয়। প্রায় এক দশক বিরোধী দলের অবস্থানে থাকার পর জয়ের দেখা পেয়েছে ডেনমার্কের মধ্য-বামপন্থীরা। পার্লামেন্টের ১৭৯ আসনের মধ্যে এ জোট ৮৯টি আসন পেয়েছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী লারস লোক্কে রাসমুসেনের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী জোট পেয়েছে ৮৬ আসন।
পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৯০ আসনের। সরকার গঠনের অনুমোদন পেলেও হেলের দল সোস্যাল ডেমোক্রেটিক পার্টি নির্বাচনে এককভাবে মাত্র ৪৪টি আসন পেয়েছে। বিপরীতে রাসমুসেনের নেতৃত্বাধীন লেবার পার্টি এককভাবে পেয়েছে ৪৭টি। গতকাল শুক্রবার রাতেই রানি মার্গারেটের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী রাসমুসেনের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে বেশি অর্থনৈতিক মন্দায় পড়েছে ডেনমার্ক। এ পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখাই নির্বাচনী প্রচারণায় সবচেয়ে গুরুত্ব পায়। অর্থনৈতির মন্দা আক্রান্ত ডেনমার্কে রাসমুসেন যেখানে ব্যয় সংকোচনের প্রস্তাব রাখেন, সেখানে কর বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানোর অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচার চালান হেল। রাসমুসেনের ক্ষমতাসীন জোটের শরিক একটি দলের প্রস্তাবিত কঠোর অভিবাসন আইন বাতিল করবেন বলেও অঙ্গীকার করেন ৪৪ বছর বয়সী এ নেত্রী।

No comments

Powered by Blogger.