তুরস্ক সীমান্তবর্তী গ্রামে ঢুকে পড়েছে সিরীয় সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার ট্যাংকসহ তুরস্ক সীমান্তবর্তী একটি গ্রামে ঢুকে পড়েছে। ওই গ্রামে প্রাণের ভয়ে অন্যান্য অঞ্চল থেকে পালিয়ে এসে হাজার হাজার নিরীহ মানুষ আশ্রয় নিয়েছে।
এদিকে এ ঘটনার পর সিরিয়ার শত শত শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে ঢুকে পড়ে। তুরস্কের আধাসামরিক পুলিশ বাহিনী তাদের গাড়ি ও মিনিবাসে করে শরণার্থী শিবিরে নিয়ে যায়।
একজন মানবাধিকারকর্মী টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান, তুরস্ক সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় খিরবেত আল-জজ গ্রামে গতকাল ভোরের দিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী প্রবেশ করে। তুরস্কের সীমান্তবর্তী গ্রাম গুভেসির এক বাসিন্দা জানান, তিনি ভোর ছয়টার দিকে সিরিয়ার সেনাবাহিনীকে সিরীয় অংশের একটি পাহাড় অতিক্রম করতে দেখেছেন। পাহাড়টি তুরস্কের সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে।
এর আগে গত মঙ্গলবার সিরিয়ার ওই পাহাড়ে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছে গুভেসি গ্রামের বাসিন্দারা।
তুরস্ক এর আগে প্রায় ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এ ছাড়া সিরীয় অংশে আশ্রয় নেওয়া শরণার্থীদের মানবিক সাহায্য প্রদান করছে আঙ্কারা।

No comments

Powered by Blogger.