রান্নায় ব্যবহূত তেলে চলবে বিমান

ডাচ বিমান সংস্থা কেএলএম ঘোষণা করেছে, রান্নায় ব্যবহূত তেল থেকে উৎপন্ন জৈবজ্বালানি ব্যবহার করে তারা ২০০টির বেশি ফ্লাইট চালাবে। আগামী সেপ্টেম্বর থেকে প্যারিস ও আমস্টারডামের মধ্যে ফ্লাইটগুলো চলবে।
কেএলএমের মুখপাত্র গেডি শ্রাইভার বুধবার এ কথা জানিয়ে বলেছেন, বিমানগুলো ৫০ ভাগ সাধারণ কেরোসিন ও বাকি ৫০ ভাগ রান্নায় ব্যবহূত তেল থেকে উৎপাদন করা জৈবজ্বালানি ব্যবহার করবে। তিনি বলেন, বিমান চালনায় এ ধরনের জ্বালানি ব্যবহারের ঘটনা এটাই প্রথম।
বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, নতুন ধরনের এই জ্বালানি ব্যবহারের জন্য বিমানের অবকাঠামোগত বা যান্ত্রিক কোনো পরিবর্তন আনতে হবে না।
মার্কিন কোম্পানি ডায়নামিক ফুয়েলস নতুন এই জৈবজ্বালানি উৎপাদন করেছে। এর কাঁচামাল মূলত রেস্তোরাঁয় ব্যবহূত রান্নার তেল। কেএলএম বিবৃতিতে আরও বলেছে, শতভাগ নতুন জৈবজ্বালানি ব্যবহারের আগে এ জ্বালানির উৎপাদন-খরচ উল্লেখযোগ্য হারে ও স্থায়ীভাবে কমিয়ে আনতে হবে। তবে সংস্থাটি বলেছে, টেকসই বিমান পরিবহনের ক্ষেত্রে ২০০টি ফ্লাইটে মিশ্র জ্বালানি ব্যবহার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

No comments

Powered by Blogger.