পাকিস্তানে আরও ৪ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সে দেশে আরও চারজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। গত বুধবার সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস এ কথা জানিয়েছেন।
আব্বাস বলেছেন, ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চার মেজরের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে এ সন্দেহভাজন সেনা কর্মকর্তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি।’ সেনা মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে আরেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আলী খানকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত মাসে আটক করা হয়।
অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনীতে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল সন্দেহভাজন কর্মকর্তাদের খুঁজে বের করা নিয়ে ইসলামাবাদের ওপর মার্কিন চাপ বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.