বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে লাদেন জড়িত ছিলেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন জড়িত ছিলেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ দাবি করেছেন। গত বুধবার পার্লামেন্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেহমান মালিক বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।
রেহমান মালিক বলেন, ‘বেনজির ভুট্টো হত্যার পরিকল্পনা ও পরিচালনাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা দম্ভভরে নিজেদের জড়িত থাকার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। পাকিস্তান পিপলস পার্টির নেতারা অনুমতি দিলে আমি ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করব। কোথায় বসে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং গুপ্তঘাতকেরা কীভাবে রাওয়ালপিন্ডি আসে, সব তথ্য জানাব।’
এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে যে আদালতে শুনানি চলছিল, ওই আদালতের বিচারককে সম্প্রতি সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কিছু করার ছিল না। বিচারকদের নিয়োগের সিদ্ধান্ত দেশের বিচার বিভাগ নিয়েছিল।

No comments

Powered by Blogger.