পঞ্চগড়ে তিন দিনের স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শেষ

পঞ্চগড়ে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান ও স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি শেষ হয়েছে।
রংপুর কর অঞ্চলের কমিশনার মো. বেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি পঞ্চগড় শহরে তিন দিনের এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মো. আতাউল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল কায়সার, জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরীফ হোসেন, সহসভাপতি আবদুল হান্নান শেখ এবং পঞ্চগড় সার্কেলের উপকর কমিশনার মো. ফরহাদুজ্জামান।
বেলাল উদ্দিন বলেন, নতুন করদাতাদের দ্রুত সেবা প্রদান, করভীতি কমিয়ে জনগণকে কর প্রদানে আগ্রহী করতে স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি চালু করা হয়েছে।

No comments

Powered by Blogger.