তিনটি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

উত্তরা ফাইন্যান্সের ৪০ শতাংশ শেয়ার লভ্যাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
উত্তরা ফাইন্যান্স: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মে অনুষ্ঠিত হবে। এজিএমের সময় এবং স্থান পরবর্তী সময়ে জানানো হবে। এজিএমের রেকর্ড ডেট ৩ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১৬.০২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৬২.৬৮ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৫.৭২ টাকা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মে সকাল সাড়ে ১০টায় ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৭.৫০ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬.০৮ টাকা।
সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ জুন সকাল সাড়ে ১০টায় ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ২.৬৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫.১৬ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩.৯৩ টাকা।

No comments

Powered by Blogger.