নিজের ত্রুটি নিজেই মেরামত করবে প্লাস্টিক

মার্কিন বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার এমন এক প্লাস্টিক উদ্ভাবনের কথা ঘোষণা করেছেন, যা স্বাভাবিক আলোতে রাখা হলে নিজের ত্রুটি নিজেই মেরামত করবে। ওহাইওর ক্লিভল্যান্ডের কেইস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার ওয়েডারের নেতৃত্বে একদল বিজ্ঞানী এই প্লাস্টিক উদ্ভাবনের দাবি করেন।
উদ্ভাবক বিজ্ঞানীদের মতে, এই পদার্থ পলিমার দিয়ে তৈরি শত শত পণ্যের স্থায়িত্ব বাড়িয়ে দেবে। পলিমার এক ধরনের বড় আকারের অণু। অনেক প্লাস্টিকই পলিমার, তবে অন্যান্য পদার্থও এর অন্তর্ভুক্ত।
নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তৈরিতে রাবারজাতীয় প্লাস্টিক ব্যবহূত হলেও এগুলো কিছুটা নাজুক হয়। আঁচড় লেগে বা অন্য কোনোভাবে ছিদ্র হওয়ার ফলে এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পলিমার দিয়ে তৈরি এসব পণ্যের মেরামতের জন্য সাধারণত ক্ষতিগ্রস্ত জায়গা তাপ দিয়ে গলিয়ে এর ওপর প্লাস্টিক বা অন্য পদার্থ দিয়ে তালি দেওয়া হয়।
ওহাইওর ওই বিজ্ঞানীরা রাবারজাতীয় এক ধরনের পদার্থ তৈরি করেছেন, এতে এক ধরনের ধাতব উপাদান রয়েছে, যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণের মাধ্যমে অভ্যন্তরীণ তাপ উৎপাদনে সাহায্য করে। এই তাপ পলিমারের অণু ভেঙে ক্ষতিগ্রস্ত অংশে পৌঁছে মেরামতের কাজ করে।

No comments

Powered by Blogger.