এমআই সিমেন্টের তালিকাভুক্তির নীতিগত সিদ্ধান্ত

পুঁজিবাজারে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের তালিকাভুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও এমআই সিমেন্টের প্রতিনিধিদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে পরবর্তী সময়ে নির্দেশনা জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এসইসি।
এসইসি সূত্র জানায়, পুঁজিবাজারে এমআই সিমেন্টের লেনদেন শুরু হওয়ার পর ছয়মাস পর্যন্ত শেয়ারের দাম আইপিও মূল্যের নিচে নেমে এলে প্রাথমিক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ জন্য প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের ডিএসইর জিম্মায় পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও ৭৫ লাখ শেয়ার রাখতে হবে।

No comments

Powered by Blogger.