অস্ট্রেলিয়ার দুর্বলতার খোঁজে যুবরাজ

বিশ্বকাপের গ্রুপ পর্বটা যথার্থ ফেবারিটের মতো খেলেই কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে স্বাগতিক ভারত। ‘বি’ গ্রুপ থেকে শীর্ষস্থানটা দখল করতে না পারলেও ধোনি বাহিনীর পারফরমেন্স সমীহ জাগিয়েছে সবার মধ্যেই। দুই ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার আছেন ভালো ফর্মে। ইতিমধ্যেই দুটি সেঞ্চুরি করে শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার ইঙ্গিত দিয়েছেন লিটল মাস্টার। তবে ভারতীয় শিবিরে সবচেয়ে বেশি আশার আলো জাগিয়েছেন যুবরাজ সিং। অনেক দিন ধরেই রান খরার জন্য সমালোচনার মুখে ছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। দলে জায়গা পাওয়াটাও পরে গিয়েছিল অনিশ্চয়তার মুখে। কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় দেড় বছর পর স্বস্তির এক শতক হাঁকিয়ে নিজের প্রত্যাবর্তনের কথা বেশ ভালোভাবেই জানান দিয়েছেন যুবরাজ। বল হাতেও নিয়েছেন দুটি উইকেট।
শীর্ষস্থানটা হাতছাড়া হয়ে যাওয়ার কারণে কোয়ার্টার ফাইনালেই টানা তিনবারের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হচ্ছে ভারতকে। এই ম্যাচটাকে এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে অনুমান করছেন অনেকেই। গতকাল শেষ আটের ফিক্সচার চূড়ান্ত হয়ে যাওয়ার পর পরই এই ম্যাচটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন যুবরাজ সিং। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর এই ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘গ্রুপ পর্বে তারাও চারটা ম্যাচ জিতেছে, আমরাও চারটা জিতেছি। দুই দলই সমান শক্তিধর। এখন ওই ম্যাচে মাঠে ভালো খেলতে পারাটাই মূল ব্যাপার।’
আগের বিশ্বকাপগুলোর অস্ট্রেলিয়ার চেয়ে এবারের অস্ট্রেলিয়া অনেকটাই দুর্বল বলে মনে করছেন যুবরাজ। আর সেই দুর্বলতার পুরো সুযোগ নিয়েই অসিদের টানা বিশ্বকাপ সাফল্যের অবসান ঘটাতে চান তিনি, ‘অস্ট্রেলিয়া খুবই ভালো দল। তারা টানা তিনবার বিশ্বকাপ জিতেছে। কিন্তু এখন তাদের শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেন নেই। মিডল অর্ডারে রিকি পন্টিংয়ের ফর্মও খুব বেশি ভালো যাচ্ছে না। তাদের এ রকম দুর্বল জায়গাগুলো যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে কোয়ার্টার ফাইনালে জিততে পারব।’

No comments

Powered by Blogger.