টিকোলোর ম্যাচে কেনিয়ার চাই ৩০৯ রান

বিশ্বকাপ দিয়ে শুরু, বিশ্বকাপেই শেষ! ১৯৯৯ সালের বিশ্বকাপ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল স্টিভ টিকোলোর। পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া কেনিয়ার ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান কলকাতায় খেলছেন নিজের বিদায়ী ম্যাচ।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে হার পাঁচটিতেই। টিকোলোর বিদায়ী ম্যাচে উপহার হিসেবে কেনিয়া একটা জয় প্রত্যাশা করলেও তা কঠিন করে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩০৮ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। তবে আসুক আর না আসুক, টিকোলোকে এই ম্যাচে অধিনায়ক করে একটা ‘উপহার’ দিয়ে রেখেছে কেনিয়া।
চাকাভার কথা বাদ দিলে রান পেয়েছেন জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের সবাই। হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনজন—টাটেন্ডা টাইবু (৫৩), সিবান্দা (৬১) ও ক্রেইগ আরভিন (৬৬)। অধিনায়ক চিগুম্বুরা ৩৮ ও উদ্বোধনী ব্যাটসম্যান টেইলর করেন ২৬ রান। মাত্র ৬ বলে ১৯ রান করে জিম্বাবুয়ের স্কোর তিনশো অতিক্রম করান প্রসপার উতসেয়া

No comments

Powered by Blogger.