হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

লিবিয়ায় সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সমাবেশ করেছে মার্কিনরা। ইরাক ও আফগান যুদ্ধে বিরক্ত হয়ে ওঠা মার্কিন জনগণ নতুন করে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপক্ষে।
গত শনিবার যুুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে যুদ্ধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরাক যুদ্ধের অষ্টম বার্ষিকী উপলক্ষে যুদ্ধবিরোধী মার্কিন নাগরিকেরা মূলত এসব সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশ থেকে লিবিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা জানানো হয়। হোয়াইট হাউসসংলগ্ন এলাকা থেকে যুদ্ধবিরোধী সমাবেশে অংশ নেওয়া ১০০ জনকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল। ডেমোক্রেটিক পার্টির প্রবীণ এই আইনপ্রণেতা বলেন, ‘লিবিয়ায় বোমা হামলার আগে বিষয়টি নিয়ে কংগ্রেসে কোনো আলোচনা হয়নি। প্রেসিডেন্ট ওবামা মনে করেছেন, লিবিয়া পরিস্থিতি নিয়ে আমরা জাতিসংঘে যাব এবং তাদের কথামতো যুদ্ধে জড়িয়ে পড়ব।’ যুদ্ধে যাওয়ার মতো সিদ্ধান্ত প্রেসিডেন্ট ওবামার নেওয়া উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

No comments

Powered by Blogger.