রিয়াল-বার্সার জয়

লিগে এটি ছিল তাঁর শততম ম্যাচ। স্প্যানিশ লিগে এক শ ম্যাচ খেলা তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডও গড়েছেন। পরশু রাতটাকে বোজান কিরকিচ আরও স্মরণীয় করে রাখলেন গোল করে। তাঁর আর দানি আলভেজের গোলে গেটাফেকে ২-১ ব্যবধানে হারাল বার্সেলোনা। জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। ডার্বি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ২-১ গোলে। রিয়ালের গোল দুটি করেছেন করিম বেনজেমা ও মেসুত ওজিল। অ্যাটলেটিকোর গোলটি সার্জিও আগুয়েরোর।
এই মৌসুমে রিয়ালের কাছে অ্যাটলেটিকোর এটা চতুর্থ হার। এর আগে কিংস কাপে দুবার ও লিগে একবার হেরেছিল তারা। দুই শিরোপা প্রতিদ্বন্দ্বীই এদিন পুরো ৩ পয়েন্ট করে তুলে নেওয়ায় ব্যবধান আগে যা ছিল, তাই থাকল। ২৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।
ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু বোল্টনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলা শেষের ২ মিনিট আগে করা দিমিত্রি বারবেতভের গোল ৩ পয়েন্ট এনে দিয়েছে ম্যানইউকে। অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে হারতে হারতে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।

No comments

Powered by Blogger.