আর্থিক খাতের জন্য বিশেষ প্রশিক্ষণ

গ্লোবাল করপোরেট গভর্নেন্স ফোরামের (জিসিজিএফ) ফিন্যান্সিয়াল মার্কেটস রিকভারি প্রজেক্ট (এফএমআরপি বা আর্থিক বাজার পুনরুদ্ধার প্রকল্প) এবার বাংলাদেশে কাজ শুরু করেছে।
এই প্রকল্পের আওতায় আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে বিশেষত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ইয়ান ক্রসবি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গিসিগিএফের ঊর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা ইউনেজন এসপিরো, পরামর্শক ম্যারি জো লারসেন ও অ্যানি মুলিনাক্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী সভাপতি আবদুল হান্নান জোয়ারদার।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট ফারুক সোবহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
আজ থেকে রোববার পর্যন্ত তিন দিন এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পরিচালিত হবে।

No comments

Powered by Blogger.