কেমন হবে উইকেট

আইসিসির পরামর্শ, বিশ্বকাপের জন্য বানাতে হবে ব্যাটিং-বান্ধব উইকেট। বোলারদের দীর্ঘশ্বাস পড়ুক, উইকেট যেন ব্যাটসম্যানদের হয়ে কথা বলে বেশি। কিন্তু গত দুই ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট হলো দুই রকম। এক ম্যাচের উইকেট দেখাল রানবন্যা, আরেক ম্যাচের উইকেট ব্যাটিং-দুরূহ। এর মানে এমন না যে উইকেটটা বোলারদের ছিল। ওই উইকেট আসলে কাদের দিকে হাত বাড়াল সেটাই বোঝা যায়নি। ব্যাটসম্যানরা রান পেলেন না, স্পিনাররা পেলেন না প্রত্যাশিত টার্ন।
বাংলাদেশ দলের মূল শক্তি যেহেতু স্পিন, উইকেট থেকে টার্ন না পাওয়ায় ভীষণ হতাশ কোচ জেমি সিডন্স। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচের আগে তাই বড় হয়ে দেখা দিয়েছে ‘উইকেট কেমন হবে’ প্রশ্নটা। এ ব্যাপারে মাঠের কিউরেটর বদিউল আলম কিছু না বললেও জানা গেছে, উইকেট যাতে স্পিনারদের দিকে সাহায্যের হাত বাড়ায়, সে ব্যবস্থাই নেওয়া হয়েছে। সাকিব-রাজ্জাকদের কথা ভেবে শেরেবাংলা স্টেডিয়ামের তিন নম্বর উইকেটটাকে লো-টার্নিং বানানোর চেষ্টা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জন্য। আগে ব্যাট করলে ২৫০ রানকে ধরা হচ্ছে জয়ের জন্য আদর্শ।
এসবই অনুমান। উইকেট সম্পর্কে শেষ কথাটা সম্ভবত বলতে পারেন না উইকেটের কিউরেটরও।

No comments

Powered by Blogger.