যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের ভিসা বাতিল

যুক্তরাষ্ট্র সে দেশে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ভেনেজুয়েলায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্র এই পাল্টা ব্যবস্থা নিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, কারাকাসে প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ করা রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ প্রত্যাখ্যান করার পাল্টা জবাব হিসেবে এই ভিসা বাতিল করা হয়।
চলতি বছর ভেনেজুয়েলার ব্যাপারে সে দেশে মার্কিন রাষ্ট্রদূত ল্যারি পামারের মন্তব্যে ক্ষুব্ধ হন শাভেজ। এর জের ধরে তিনি রাষ্ট্রদূত হিসেবে পামারকে সে দেশে মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

No comments

Powered by Blogger.