আট হাজার কোটি টাকা ঋণ দেবে আশা

বেসরকারি সংস্থা আশা ২০১১ সালে আট হাজার কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। কক্সবাজারে গত ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আশার প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী।
আশার প্রেসিডেন্ট বলেন, সাধারণ মানুষের জন্য আশার ঋণ কার্যক্রমকে আরও সহনশীল করতে সংস্থার কার্যক্রমকে যুগোপযোগী করে পুনর্বিন্যস্ত করা হবে। ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য, স্যানিটেশন ও সৌরবিদ্যুৎ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২০১১ সালে ৩০০টি নতুন শাখা স্থাপন এবং সৌরবিদ্যুৎ ব্যবহার করে ৫০০টি সেচ প্রকল্প চালু করার ঘোষণা দেন সফিকুল হক চৌধুরী।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন আশার ইভিপি সুশীল রায়, মো. এনামুল হক, সোহেল মাহমুদ সাগর, রণেশ আচার্য্য, পরিচালক ফয়জার রহমান, তৌফিকুল ইসলাম চৌধুরী, আতাউর রহমান, তাজুল ইসলাম, মোসতাক আহম্মেদ প্রমুখ। কেন্দ্র ও জেলা পর্যায়ের ১৫০ জন প্রতিনিধি এতে অংশ নেন।

No comments

Powered by Blogger.