তাসির হত্যার ঘটনায় অভিযুক্তকে আদালতে হাজির নিয়ে বিশৃঙ্খলা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যার ঘটনায় অভিযুক্ত দেহরক্ষী মালিক মুমতাজ হুসেইন কাদরিকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
হত্যার দায় স্বীকার করা কাদরিকে গতকাল রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু কাদরির সমর্থনে আদালত ভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন ইসলামপন্থী আইনজীবী এবং মাদ্রাসা শিক্ষার্থীরা। এই পরিস্থিতে কর্তৃপক্ষ কাদরিকে ওই আদালতের পরিবর্তে ইসলামাবাদে একটি সুরক্ষিত অস্থায়ী আদালতে নিয়ে যায়। ইসলামাবাদে যাওয়ার জন্য বিচারক রাওয়ালপিন্ডির আদালত থেকে বের হওয়ার সময় বিক্ষোভকারীরা তাঁকে অবরুদ্ধ করে ফেলে।
আইনজীবী মালিক ওয়াহিদ আনজুম সাংবাদিকদের বলেন, ‘আমরা বিচারককে অনুরোধ করে বলেছি, আইনগত দিক দিয়ে বিবেচনা করলে শুনানির জন্য তিনি ইসলামাবাদে যেতে পারেন না। তিনি আমাদের অনুরোধ রেখেছেন।’
আইনজীবী মালিক আরও বলেন, ‘অভিযুক্তকে রাওয়ালপিন্ডিতে নিজের আদালতে হাজির করতে ইসলামাবাদ পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।’
ওই ঘটনার প্রায় সাত ঘণ্টা পর কাদরিকে রাওয়ালপিন্ডির আদালতে হাজির করা হয়। এ সময় ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা।

No comments

Powered by Blogger.