অস্ট্রেলিয়ায় নৌদুর্ঘটনায় ২৭ শরণার্থীর মৃত্যু

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে গতকাল বুধবার নৌদুর্ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। একদল শরণার্থী বহনকারী কাঠের নৌকা ঢেউয়ের তোড়ে পাথরে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড আঘাতে নৌকাটি টুকরো টুকরো হয়ে যায়। ৪২ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল শুল্ক কর্মকর্তারা এ কথা জানান।
অস্ট্রেলিয়ার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ২৭টি লাশ উদ্ধার করা হয়। ৪২ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইরান ও ইরাক থেকে এসব শরণার্থীর আগমন ঘটে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছে।
কর্মকর্তারা জানান, নিখোঁজ শরণার্থীদের অনুসন্ধান ও উদ্ধারের অভিযান সন্ধ্যা পর্যন্ত চলবে। তারপর পরিস্থিতি পর্যালোচনা করে বৃহস্পতিবার ভোরে নতুন করে অভিযান শুরু হবে। তাঁরা বলেন, চরম ঝুঁকিপূর্ণ ও জটিল পরিস্থিতিতে এ অভিযান চলছে। ঘটনাস্থলে টহল দিচ্ছে দুটি জাহাজ।

No comments

Powered by Blogger.