হাউস অব লর্ডসে টিউশন ফি বাড়ানোর বিল অনুমোদন

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য টিউশন ফি বাড়ানো-সংক্রান্ত বিল অনুমোদন করেছে। গত মঙ্গলবার রাতে এ বিল অনুমোদিত হয়। এর আগে গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিলটি অনুমোদন পায়।
এই বিল অনুমোদনের ফলে যুক্তরাজ্যের শিক্ষার্থীদের এখন থেকে টিউশন ফি বাবদ বছরে সর্বোচ্চ নয় হাজার পাউন্ড গুনতে হবে, যা বর্তমান টিউশন ফির চেয়ে প্রায় তিনগুণ বেশি।
টিউশন ফি বাড়ানো নিয়ে সম্প্রতি লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের কবলে পড়েছিলেন প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা পার্কার। ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন জোট সরকার টিউশন ফি বাড়ালেও সরকারেরই কেউ কেউ এর ঘোরবিরোধী।

No comments

Powered by Blogger.