অচলাবস্থা কাটাতে সাহায্য চেয়েছেন প্রেসিডেন্ট

নির্বাচন নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল। গত মঙ্গলবার হাইতির প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এ কথা জানানো হয়।
ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে গত ২৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু ভোট গ্রহণের পরপরই ১৮ জন প্রার্থীর মধ্যে ১২ জন অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। অধিকাংশ প্রার্থী জালিয়াতির অভিযোগ তোলার পর তাঁদের কয়েক হাজার সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ ডিসেম্বর সে দেশের নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার ঘোষণা দেয়।
মঙ্গলবারের বিবৃতিতে রেনে প্রেভাল ওয়াশিংটন-ভিত্তিক অরগানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) প্রতি বিশেষজ্ঞ পাঠিয়ে ভোট পুনর্গণনায় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘প্রথম দফার ভোট গ্রহণে যে ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সহায়তার জন্য ওএএসের কাছে দুজন বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানানো হচ্ছে।’
গতকাল বুধবার রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ওই দুজন বিশেষজ্ঞের পৌঁছানোর কথা। একজন ভোট পুনর্গণনার কাজে সাহায্য করবেন; অন্যজন নির্বাচনসংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে উঠতে সহায়তা দেবেন।
ভোট গণনায় কারচুপি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তুলেছেন তৃতীয় স্থানে থাকা মিশেল মার্টেলি। তিনি রেনে প্রেভালের সমর্থিত প্রার্থী মারলান্দে ম্যানিগাতের চেয়ে সাত হাজার ভোট কম পাওয়ায় দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না।

No comments

Powered by Blogger.